সিলেট-২ আসনে একসঙ্গে নির্বাচন বর্জন করলেন ৪ প্রার্থী
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৪, ৪:৫৪:০৫ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: সিলেট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর লোকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদেরকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়ে জাল ভোট দেওয়ার অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন ৪ প্রার্থী। এরা হলেন, গণফোরাম মনোনীত প্রার্থী বর্তমান এমপি মোকাব্বির খান, জাপা মনোনীত প্রার্থী সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়া, স্বতন্ত্র প্রার্থী ও বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান ও তৃণমূল বিএনপির প্রার্থী আব্দুর রব মল্লিক। রোববার বেলা দেড়টায় ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে একটি হোটেলে যৌথ সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন তারা।
এসময় তাদের সাথে দলীয় নেতা কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেন, বিকালে নির্বাচনে বিজয়ী হলেও তারা প্রহসনের এ নির্বাচন মানবেন না। পরবর্তীতে তারা প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করবেন বলেও জানান।