আ’লীগ নেতা সুয়েবের মাতৃবিয়োগ
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৪, ৬:৫৯:১৭ অপরাহ্ন
সিলেট মহানগর আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য সুয়েব আহমদ এর মা হাওয়ারুন নেছা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রোববার নগরীর কেউয়াপাড়া পড়শী-২১৬ নম্বর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর। তিনি দুই ছেলে চার মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাযা বাদ মাগরিব দরগাহে গযরত শাহজালাল রহঃ মসজিদে অনুষ্ঠিত হয়।
এদিকে, সুয়েব আহমদ এর মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, ভাইস চেয়ারম্যান ফেরদৌস চৌধুরী রুহেল, সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিলসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বিজ্ঞপ্তি