দ্বাদশ সংসদ নির্বাচন ভোটারদের উপস্থিতি কম
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৪, ৭:১৭:৪৬ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি: দ্বাদশ সংসদ নির্বাচনে গোয়াইনঘাটে কঠোর নিরাপত্তায় হয়েছে ভোটগ্রহণ। সকালে উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি কিছুটা বাড়লেও নেই নির্বাচনের চিরচেনা দৃশ্য। সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটারদের উপস্থিতি কম।

সিলেট ৪ আসনের পশ্চিম জাফলং উচ্চবিদ্যালয় কেন্দ্রে দুপুর সোয়া একটায় গিয়ে দেখা যায় কোন ভোটারের লাইন নেই। ভোট কেন্দ্রের বাইরে নাম প্রকাশ না করে এক যুবক বলেন ‘আমি এসে আমার ভোট দিতে পারিনি, কে দিয়ে দিছে। আরও কয়েকজন বলেন, কেন্দ্রে একজনের একাধিক ভোট দিচ্ছে। তবে কেন্দ্রের নির্বাচনী কর্মকর্তা প্রতুল চন্দ্র বলেন, সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ৩৮০৩ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ৭৪৫ টি। বেলা একটায় লাবু সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র গিয়ে অনুরূপ চিত্র পাওয়া যায়। দুপুর ১২টা ৩৮ মিনিটে ছাতার কেন্দ্রেও অনুরূপ দৃশ্য দেখা যায়। প্রিজাইডিং কর্মকর্তা জানান, কেন্দ্রে মোট ৩৪৪৮ ভোটের মধ্যে কাস্ট হয়েছে চারশত ভোট। বেলা ২টায় উপজেলার সদর গোয়াইনঘাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ২০/২২ জনের ভোটারের লাইন। যা অন্য কেন্দ্রে গিয়ে দেখা যায়নি। প্রিজাইডিং কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন এই কেন্দ্রে মোট ২৯৮৮ ভোটের মধ্যে ৭৪৫ ভোট কাস্ট হয়েছে। ঐ কেন্দ্রে মিনার প্রতীকের প্রার্থী নাজিম উদ্দিনের একজন এজেন্ট থাকলেও অন্য কেন্দ্রগুলোতে নৌকা ছাড়া অন্য প্রার্থীদের কোন এজেন্ট পাওয়া যায়নি।





