সিলেট-৪ আসনে নির্বাচন বর্জন করলেন তৃণমূল বিএনপির প্রার্থী
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৪, ৭:১৯:২৬ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ) এর তৃণমূল বিএনপির প্রার্থী আবুল হোসেন ব্যাপক অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন।রোববার তিনি তার ফেইসবুক আইডিতে লাইভে এসে দুপুর ১ টায় এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন অনেক আশ্বাস নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে যখন দেখতে পেলাম বিভিন্ন কেন্দ্রে অনিয়ম হচ্ছে। আওয়ামীলীগ নেতা-কর্মীরা একজন একাধিক ভোট দিচ্ছেন আর আমার এজেন্টদের বের করে দিচ্ছেন। তাই আমি নির্বাচন বর্জন করি। তিনি সিলেট-৪ আসনের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ উপজেলার জনগণ তাকে যে আন্তরিকতা ও ভালোবাসা দেখিয়েছেন এজন্য কৃতজ্ঞতা জানান।