সুনামগঞ্জে নৌকা ৪, স্বতন্ত্র ১ : হবিগঞ্জে নৌকা ২, স্বতন্ত্র ২
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৪, ১০:৪৮:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দ্বাদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫টি আসনের ৪টিতে নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। একটি আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী। কন্ট্রোল রুম, প্রার্থীর বিভিন্ন এজেন্ট ও স্থানীয় সুত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে,
সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা ও মধ্যনগর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এডভোকেট রনজিত সরকার বিজয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ১ লক্ষ ৯৯৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন পেয়েছেন ৪৬ হাজার ৩৫২ ভোট। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৯১ হাজার ৫৫৮ জন।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি ড. জয়া সেন গুপ্তা। তিনি কাঁচি প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ৭৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমীন) পেয়েছেন ৫৮ হাজার ৬৭২ ভোট। এই আসনে মোট ভোটার ২ লাখ ৮৪ হাজার ৬৭২।
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে ফের বিজয়ী হয়েছেন বর্তমান এমপি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি মোট ভোট পেয়েছেন ১ লক্ষ ২৬ হাজার ৯৯৮। আর নিকটতম প্রতিদ্বন্দ্বি তৃণমুল বিএনপির প্রার্থী ও সাবেক এমপি শাহীনূর পাশা চৌধুরী পেয়েছেন মাত্র ৪ হাজার ভোট। এই আসনে মোট ভোটার ৩ লক্ষ ৪৪ হাজার ৬৫৩ জন।
সুনামগঞ্জ-৪ (সদর-বিশ^ম্ভরপুর) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ড. মোহাম্মদ সাদিক। তিনি মোট ভোট পেয়েছেন ৯১ হাজার ১০০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান এমপি জাতীয় পার্টির পীর ফজলুর রহমান মিসবাহ পেয়েছেন ৩১ হাজার ২৯০ ভোট। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৪০৫।
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে ফের বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান এমপি মুহিবুর রহমান মানিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগের (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী শামীম চৌধুরী। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৮৫৭।
হবিগঞ্জ : হবিগঞ্জের ৪টি আসনের ২টিতে নৌকা ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। হবিগঞ্জ-১ ও হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র এবং হবিগঞ্জ-২ ও ৩ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী। কন্ট্রোল রুম, প্রার্থীর বিভিন্ন এজেন্ট ও স্থানীয় সুত্রে এসব তথ্য জানা গেছে।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া চৌধুরী। তিনি ঈগল প্রতীকে মোট ৭৫ হাজার ২৫২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের প্রার্থী আব্দুল মুনিম চৌধুরী বাবু ৩০ হাজার ৬০৩ পেয়েছেন ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩১ হাজার ৪২২ জন।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। তিনি ৯৮ হাজার ৬০৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান এমপি স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান ঈগল প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৩৪৮ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৩৩৪ জন।
হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান এমপি এডভোকেট মো: আবু জাহির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন জাতীয় পার্টির এম এ মুমিন চৌধুরী বুলবুল (লাঙ্গল)। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৯ হাজার ৬৮১।
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ঈগল প্রতীকে তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী, টানা দুইবারের সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী পেয়েছেন মাত্র ৪৭ হাজার ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১২ হাজার ৩০৮।