কবি আফজাল চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৪, ১২:৩৫:০৫ অপরাহ্ন
বিংশ শতাব্দীর ষাটের দশকের অন্যতম প্রধান কবি আফজাল চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ৯ জানুয়ারি শুক্রবার সিলেটের একটি ক্লিনিকে তিনি ইন্তেকাল করেন। তাঁকে দরগাহে হযরত শাহজালাল (রহ.) এর মাযার সংলগ্ন গোরস্তানে দাফন করা হয়।
কবি আফজাল চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আজ ৯ জানুয়ারি বাদ আছর সোনারপাড়ার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কবি আফজাল চৌধুরী ফাউন্ডেশন ১৫ জানুয়ারি ও সিলেট সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে ১৮ জানুয়ারি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
কবি আফজাল চৌধুরী ১৯৪২ সালের ১০ মার্চ হবিগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ষাটের দশকের ‘স্বাক্ষর গোষ্ঠী’র প্রধানতম কবি। তাঁর কবিত্ব শক্তি ও চারিত্রিক বলিষ্ঠতার কারণে তাঁকে নানা অভিধায় অভিহিত করা হয়। তাঁকে ধ্যানী, স্বপ্নচারী, আধ্যাত্মবাদী, পুনর্জাগরণকামী কবি হিসাবে আখ্যায়িত করা হয়। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘কল্যাণব্রত’ (১৯৬৯)-এর নামে তাঁকে কল্যাণব্রতের কবিও বলা হয়। বিজ্ঞপ্তি