পাণ্ডুলিপি প্রকাশন এর আয়োজনে সুহৃদ আড্ডা
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৪, ৮:৩৩:২৩ অপরাহ্ন
পাণ্ডুলিপি প্রকাশন এর আয়োজনে যুক্তরাজ্য প্রবাসী মিডিয়া ব্যক্তিত্ব হেনা বেগম-এর সাথে লেখক-পাঠক ও সুহৃদ আড্ডায় বক্তারা বলেছেন, মানুষের চিন্তা ভাব আবেগ অনুভূতি কল্পনা- এ সবই সাহিত্যের উপজীব্য। এগুলোকে সামনে রেখে মানুষ এগিয়ে যায় প্রগতির পথে। সমাজ পরিবর্তনশীল। সমাজের সর্বত্র প্রতিনিয়ত রদবদল হচ্ছে। ফলে মানুষের জীবনাচরণেও সেই ধরনের পাল্টা হাওয়া লক্ষণীয়। সাহিত্যের ভূমিকা শুধু অতীত ও বর্তমানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ভবিষ্যৎ পৃথিবী কেমন চাই তারও একটি ইশারা দেয় সাহিত্য। সাহিত্যচর্চার ফলে মানুষের জৈবিক ও আত্মিক- এ দুই সত্তারই উৎকর্ষ সাধন হয়। সাহিত্য ব্যক্তিকে মার্জিত করে তোলে এবং আবেগ, অনুভূতি ও মূল্যবোধকে জীবনের সামগ্রী করে নেয়ার প্রেরণা জোগায়। সুন্দর মনের সুন্দর মানুষ ছাড়া সাহিত্যচর্চা কোনোদিনই সফল হতে পারে না।
৩ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬টায় পাণ্ডুলিপি প্রকাশন-এর প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সলের সভাপতিত্বে আড্ডায় সম্মানিত অতিথি ছিলেন প্রিন্সিপাল কবি কালাম আজাদ, শিক্ষাবিদ কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, লেখক ও গবেষক মুহাম্মদ ফয়জুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক মোঃ আব্দুল মুনিম জাহেদী (ক্যারল), সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরী (মনি), ও গল্পকার শাহেদা রশীদ পপি। বিজ্ঞপ্তি