সঞ্চিতা তালুকদার পল্লীগীতিতে বিটিভি’র নতুন শিল্পী হিসেবে তালিকাভুক্ত
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৪, ৪:৩৮:১২ অপরাহ্ন
গত ১১ই ডিসেম্বর বিটিভি’র নতুন শিল্পী তালিকাভুক্তির চূড়ান্ত অডিশনে অংশগ্রহণ করে সঞ্চিতা রাণী তালুকদার পল্লীগীতিতে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। সুনামগঞ্জ চাঁনপুরের মেয়ে সঞ্চিতা ২০১২ সালে চ্যানেল আই সেরা কন্ঠে অংশগ্রহণ করে তৃতীয় রাউন্ড পর্যন্ত উত্তীর্ণ হন । তিনি বাংলাদেশ বেতার সিলেটের পল্লীগীতির একজন নিয়মিত শিল্পী হিসেবেও কর্মরত আছেন। ছোটবেলা থেকে সংগীত চর্চা করে আসা এ শিল্পী বর্তমানে ভক্তিবেদান্ত ক্ল্যাসিকেল মিউজিক একাডেমি সিলেটের সংগীত শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এছাড়া ও তিনি অন্বেষা শিল্পী গোষ্টি সিলেটের একজন সন্মানিত সদস্য। তার এই সাফল্যের জন্য তিনি তার সংগীত জগতের গুরু, শিক্ষকবৃন্দ, পরিবার ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।