সাইক্লোনের লেখাপাঠ ও পর্যালোচনা সভা
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৪, ৫:৫৯:২৮ অপরাহ্ন
পৃথিবীর মূল ভাষা কবিতা। কবিতার মৃত্যু নেই। প্রত্যেক লেখকের ভেতরে আলাদা দর্শন থাকে। মানবজীবনের শ্রেষ্ঠ বোধ ও অভিজ্ঞতার নির্যাস কবিতা। কবিতায় উপমা, রূপক ইত্যাদির মাধ্যমে আমরা মানবজীবনের ছবি আঁকি।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদ আয়োজিত কবি ও ব্যাংকার শাহেদ আব্দুর রকীবের লেখাপাঠ ও পর্যালোচনা সভায় বক্তারা একথা বলেন।সোমবার সন্ধ্যায় জিন্দাবাজারস্থ সিলেট এক্সপ্রেস মিলনায়তনে কলামিস্ট ও অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা বেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কবি কালাম আজাদ। মূলপ্রবন্ধ পাঠ করেন কবি ও অধ্যাপক বাছিত ইবনে হাবীব।
সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোন কেন্দ্রীয় সংসদ’র সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল। কবি শাহেদ আব্দুর রকীবের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন সাংবাদিক সেলিম আউয়াল, বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম ভ্রমণ কাহিনী লেখক জাবেদ আহমদ, সাইক্লোনের প্রাক্তন সভাপতি মোয়াজ আফসার, বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, কবি ও অধ্যক্ষ নাজমুল আনসারী, কবি ও ব্যাংকার মোশতাক চৌধুরী, প্রভাষক ও ছড়াকার কামরুল আলম, কবিপতœী মরিয়ম বেগম, কবি মাছুমা চৌধুরী রুমি, সাংবাদিক লুৎফুর রহমান তোফায়েল, কবি মাহফুজ জোহা, কবি ও প্রকৌশলী ইফতেখার শামীম প্রমূখ।
লেখাপাঠে অংশ নেন কবি মকসুদ আহমদ লাল, গীতিকবি কুবাদ বখত চৌধুরী রুবেল, ছড়াকার নাঈমুল ইসলাম গুলজার, ছালেক আহমদ, কামরুজ্জামান সুজন, ছাদেক আহমদ, মোহম্মদ কয়ছর আহমদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ। বিজ্ঞপ্তি