বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মহানগর আওয়ামী লীগের কর্মসূচী
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৪, ৬:০১:২৩ অপরাহ্ন
১০ জানুয়ারি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতির বিজয় অর্জনের পর স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফেরেন। দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছরের ন্যায় এবছরও সিলেট মহানগর আওয়ামী লীগ কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে-সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ।
উক্ত কর্মসূচীতে মহানগর আওয়ামী লীগ এবং ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন। বিজ্ঞপ্তি