বড়লেখায় সাবেক ইউপি সদস্য নাসিরের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৪, ৬:৫৫:২১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) নাসির উদ্দিন গত রোববার রাত সাড়ে ১০টার দিকে তিনি চান্দগ্রামস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। এর আগে তিনি সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ যোহর চান্দগ্রাম জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।এদিকে, সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিনের মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীরভাবে শোক প্রকাশ ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।