সংসদ নির্বাচনে বিজয়ী আল ইসলাহ’র নেতাকে বিএনপি নেতার ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির শোকজ
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৪, ৭:১১:০৩ অপরাহ্ন
মোঃ মুহিব হাসান, ওসমানীনগর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেটলি প্রতীক নিয়ে বিজয়ী ফুলতলি পীর প্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরীকে তার বাড়িতে গিয়ে সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম রব্বানী ফুলেল শুভেচ্ছা জানালে স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। বিষয়টি প্রকাশের সাথে সাথে বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এই বিএনপি নেতার বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলছেন। ঘটনার পর তার বিরুদ্ধে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ এনে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছে।
জানা যায়, গত ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হলে সিলেট-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে কেটলি প্রতীকে বিজয়ী হন ফুলতলি পীর প্রতিষ্ঠিত বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সভাপতি মাওলানা হুসামুদ্দিন চৌধুরী। ঐদিন রাতে সিলেট জেলা বিএনপি’র সহ সভাপতি ও বালাগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মোহাম্মদ গোলাম রব্বানী মাওলানা হুসামুদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপলোড করা হয়। ছবিটি আপলোড করার পর থেকেই বালাগঞ্জ উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতা কর্মীরা ফেইসবুক সমালোচনা করেন। এরপর বিষয়টি জানতে পেরে গত ৮ জানুয়ারী সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠিতে গোলাম রব্বানীকে দলীয় কর্মকান্ড বিরোধী কার্যকলাপে জড়িত বলে শোকজ করেন। শোকজে তাকে পাঁচ কর্ম দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়।
বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম রব্বানী বলেন, মাওলানা হুসামুদ্দিন আমার উস্তাদের ছেলে। তারা সকল ভাইও আমার উস্তাদ। আমি তাদের সাথে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অংশিদার আছি। তিনি এমপি হওয়ার পর আমাদের এমডি ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দেন। সেখানে আমি ছিলাম। আমি দল করি, দলের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত হলে তা আমি মানবো।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে দলীয় শৃংখলা বিরোধী অভিযোগ এসেছে। তাকে শোকজ করা হয়েছে। যথাযথ জবাব না আসলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।