জগন্নাথপুরে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৪, ৮:১৫:১২ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি সোনা মিয়ার ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে দোয়া মাহফিল ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেগম আনোয়ারা ও সোনা মিয়া ট্রাস্ট এর উদ্যোগে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য আনোয়ার মিয়ার সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক শুয়াইবুর রহমান শুয়েবের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা জিল্লুর রশিদ লীল, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা তাজুল ইসলাম ও নারী ইউপি সদস্য শেলী বেগম।
বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবু তাহের, সমাজকর্মী জামাল হোসেন, উপজেলা যুবলীগ নেতা সামসুজ্জামান রইছ, ব্যবসায়ী ওয়াহিদ খান, ইউনিয়ন যুবলীগ নেতা রফিকুল ইসলাম তাজ, মাদ্রাসার সহকারী মৌলভী আব্দুল মান্নান জিহাদী, তরুণ সমাজকর্মী নোমান আহমদ জুয়েল, মাদ্রাসা পরিচালনা কমিটির দাতা সদস্য ও ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. তোতা মিয়া ও ট্রাস্টের সদস্য মোছা. রেজু বেগম প্রমূখ।
এ সময় আলফু মিয়া, গুলজার মিয়া, যুক্তরাজ্য প্রবাসী বাহার উদ্দিন, আব্দুল মজিদ আলাই, আকল মিয়া, আব্দুল অজুদ, নিদু মিয়া, আব্দুল মান্নান, হারুন মিয়া, আব্দুল হক, সেলিম মিয়া, আমির উদ্দিন খান, ইতালি প্রবাসী পাখি মিয়া, কয়েল মিয়া, মাসিব খান, লিটন মিয়া, মজিদ আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. বাদশা মিয়া ও প্রয়াত সোনা মিয়ার রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম। পরে ট্রাস্টের চেয়ারম্যান জগন্নাথপুর উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোটারিয়ান জামাল উদ্দিন আহমেদের সার্বিক তত্ত্বাবধানে ও ট্রাস্টের সদস্য কামাল মিয়া, ইমরান উদ্দিন, সম্রাট আকবর, রেজু আক্তার, রেনু আক্তার ও পারুল আক্তারের অর্থায়নে রসুলপুর, উত্তর রসুলপুর, হলদিপুর, কবিরপুর ও চিলাউড়া গ্রামের তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।