জামালগঞ্জে এড: রনজিতকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৪, ৫:২৪:৫৬ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে বিপুল ভোটে এড. রনজিত চন্দ্র সরকার এমপি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে জামালগঞ্জের সর্বস্তরের নেতাকর্মী।
মঙ্গলবার দুপুর ২টায় জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সংবর্ধনা সভায় শুভেচ্ছা বিনিময়কালে বক্তব্য রাখেন নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, আওয়ামীলীগ প্রবীণ নেতা জহিরুল হক তালুকদার, জেলা পরিষদের সদস্য দ্বিপক তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত, ফেনারবাক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার প্রমুখ।