কুলাউড়ায় জাসদ’র কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৪, ৭:০২:২৪ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা ও পৌর শাখার এক কর্মীসভা মঙ্গলবার রাতে দক্ষিণ বাজারস্থ সমবায় মার্কেট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা জাসদের সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীমের সভাপতিত্বে সভায় বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা কমিটির সহ সভাপতি আব্দুল গফফার কায়ছুলসহ উপজেলা ও পৌর কমিটি, বাংলাদেশ যুব জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ জাসদ, বাংলাদেশ যুব জোট ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল এর কার্যক্রম জোরদার করার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। এছাড়া আগামী রমজান মাসের পূর্বেই বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা ও পৌর শাখার কাউন্সিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আহবায়ক আব্দুল হান্নান, সদস্য সচিব আব্দুস শহীদ, যুগ্ম আহবায়ক সোহাগ মিয়া ও জহিরুল ইসলাম, সদস্যরা হলেন, মো: আজাদ মিয়া মেম্বার, আব্দুস ছালাম, মো: নিয়ামত খান, জ্ঞান শংকর গৌড়, আব্দুস সোবহান টিপু, বদরুল ইসলাম হেলাল, ফরিদ উদ্দিন, কামরুল ইসলাম, নুর মোহাম্মদ সাদ্দাম, এম রাসেল আহমদ, শাহ আলী, ফয়ছল ইসলাম মধু, মাছুম আহমদসহ ১৭ সদস্য বিশিষ্ট কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়।