মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন শফিক চৌধুরী
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৪, ৯:০৪:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টর: সিলেট ২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং সিলেট জেলা আওয়ামীলীগ সভাপতি শফিকুর রহমান চৌধুরী মন্ত্রী সভায় স্থান পাচ্ছেন বলে জানা গেছে। এ ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পেয়েছেন বলে শফিক নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন। তবে কোন মন্ত্রণালয়ের স্থান পাচ্ছেন তা জানা যায়নি। এরআগে বুধবার দ্বিতীয় বারের মতো এমপি হিসেবে শপথ গ্রহণ করেন শফিক চৌধুরী। এর আগে ২০০৯ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার এমপি নির্বাচিত হন শফিক।