মহানগর বিএনপির লিফলেট বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৪, ৯:১৫:৫৭ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, নির্বাচনের দিন ‘একটি জঘন্য কালো দিবস’ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তিনি বলেন, ৭ জানুয়ারি ভোট ডাকাতি, জালভোট, শিশু-কিশোরদের দিয়ে ভোট দেওয়ানোসহ বিভিন্ন অনিয়ম করা হয়েছে। তিনি আরো বলেন, এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে জনগণের অভূতপূর্ব নীরব প্রতিবাদের মধ্যে একটি উদ্ভট প্রহসনের নির্বাচনের মঞ্চায়ন দেখেছে দেশবাসীসহ গোটা বিশ্বের মানুষ। ভোট বর্জন করে দেশের সর্বস্তরের মানুষ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে।বুধবার নগরীর জিন্দাবাজার এলাকায় ডামি নির্বাচন বর্জন করায় জনগণকে ধন্যবাদ জানিয়ে সিলেট মহানগর বিএনপির লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, নজিবুর রহমান নজিব, সৈয়দ মইন উদ্দীন সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ কবির আহমদ, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মঞ্জুরুল হাসান মঞ্জু, ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাদির খান, ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ লুৎফুর রহমান মোহন, ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শুয়াইব আহমদ শোয়েব, ২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুল ইসলাম খায়ের, ৩৫নং ওয়ার্ড বিএনপির আহবায়ক সেলিম আহমদ সেলু, মহানগর শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ, ২২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, ২০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান, ২৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, সাহিদুল ইসলাম কাদির, ওজি মোঃ কাউছার, আব্দুল হাসিম জাকারিয়া, মিছবাহ আহমেদ জেহিন, দুলাল আহমদ, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন, এনামুল আজিজ মুন্না, মুস্তাক আহমদ, হারুনুর রশিদ হারুন, সুলেমান খা, সামাদ হোসেন সহ অসংখ্য নেতাকর্মী। বিজ্ঞপ্তি