পিস্তলসহ গ্রেফতার হোটেল কর্মচারী রিমান্ডে
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৪, ৫:৫০:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে পিস্তলসহ গ্রেফতার হওয়া হোটেল অনুরাগের কর্মচারী শাওন ইসলাম পাবেলকে (১৯) দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার আদালতে প্রেরণ করে ৫ দিনের আবেদন করলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- মাদকদ্রব্য নিয়ে একজন হোটেল অনুরাগে অবস্থান করছে খবর পেয়ে কোতোয়ালি থানার একদল পুলিশ সোমবার বিকালে সেখানে অভিযান চালিয়ে ৪র্থ তলার স্টাফদের থাকার কক্ষ পাবেলকে আটক করে পুলিশ। পরে তার থাকার কক্ষ থেকে ১টি বিদেশি পিস্তল জব্দ করা হয়। তিনি বলেন তদন্তের স্বার্থে পাবেলকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রিমান্ড শেষে তার সঙ্গে আর কে জড়িত বা এ বিষয়ে আরো তথ্য জানা যাবে। গ্রেফতার পাবেল সিলেটের বিশ্বনাথ উপজেলার মান্দারুকা গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি হোটেল অনুরাগের কর্মচারী।