হবিগঞ্জে কৃষককে কুপিয়ে খুন
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৪, ৫:৫২:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের লাখাই উপজেলায় গানের আসর থেকে ফেরার পথে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত বুধ লাল দাশ (৪২) উপজেলার বুল্লা ইউনিয়নের হেলারকান্দি গ্রামের মহারাজ দাশের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার বড়কান্দি গ্রামে একটি গানের আসর ছিল। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাউল শিল্পীরা এসে গান পরিবেশন করে। রাতভর গান শোনা শেষে বুধ লাল দাশ ভোরে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে কাটাকান্দি নামক স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে এলোপাতারি কুপিয়ে ক্ষত বিক্ষত করে। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ইন্সপেক্টর (তদন্ত) চম্পক ধাম বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি বিষয়টি তদন্ত করছে পুলিশ। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।