মাওলানা আব্দুশ শাকুরের হত্যাকারীদের গ্রেফতার দাবিতে ১৪ জানুয়ারি জৈন্তা অবরোধ
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৪, ৬:০৩:২৭ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের দলইপাড়ায় গ্রামের আলেম হাফিজ মাওলানা আব্দুশ শাকুরের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী ১৪ জানুয়ারি বৃহত্তর জৈন্তায় অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শহীদ হাফিজ মাওলানা আব্দুশ শাকুর রহ. স্মৃতি পরিষদের সদস্য সচিব মাওলানা শামসুদ্দিন মুহা. ইলিয়াস।
সংবাদ সম্মেলনে তিনি জানান, মাওলানা আব্দুশ শাকুর ফতেহপুর ইউনিয়নের দলইপাড়ার বাসিন্দা এবং শাহপরান উপশহরস্থ জামিয়াতুল উলূমিল ইসলামিয়া সিলেটের মুহাদ্দিস। তিনি সৌদি আরবের মক্কা মুকাররামার পার্শ্ববর্তী বিবান মসজিদে দীর্ঘ ২৭ বছর ইমামতি করেছেন। গত ২৪ নভেম্বর শুক্রবার স্থানীয় কিছু লোকের হাতে তিনি নিহত হন।’ এ ঘটনায় আব্দুশ শাকুরের স্ত্রী বাদী হয়ে পরদিন জৈন্তাপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করলেও আসামিদের বেশিরভাগই এখনও অধরা।
মাওলানা শামসুদ্দিন ইলিয়াস আরও জানান, এই নির্মম হত্যাকাণ্ডে এলাকার সর্বস্তরের জনগণ চরম ক্ষুব্ধ। ৫ নম্বর ফতেহপুর ইউনিয়নের উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ও সর্বস্তরের জনগণের ঐক্যমতের ভিত্তিতে অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদী হয়ে ওঠেন। প্রাথমিক পর্যায়ে স্থানীয় হরিপুর বাজারে ২৬ নভেম্বর মানববন্ধন এবং ২৯ নভেম্বর বিক্ষোভ সমাবেশ করা হয়। এরপর গত বছরের ৩ ডিসেম্বর সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
তিনি বলেন, ‘প্রশাসনের কার্যকরী ভূমিকা পরিলক্ষিত না হওয়ায় জৈন্তাপুরের আলেমগণ ও মুরব্বিদের সমন্বয়ে জৈন্তার ঐতিহাসিক বটতলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ১৭ ডিসেম্বর রোববার সিলেট শহরের মাদরাসাগুলোর সমন্বয়ে সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই প্রেক্ষিতে আগামী ১৪ জানুয়ারি রোববার সিলেট-তামাবিল মহাসড়কসহ বৃহত্তর জৈন্তা অবরোধের ডাক দেওয়া হয়।’
কর্মসূচি পালনে জৈন্তাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘খুনিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করার জন্য আন্দোলন করে যাচ্ছি। চলমান এই আন্দোলনে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’ এ সময়ের মধ্যে সব আসামি গ্রেপ্তার না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ হাফিজ মাওলানা আব্দুশ শাকুর রহ. স্মৃতি পরিষদের আহ্বায়ক মাওলানা শায়খ আব্দুল কাদির বাগেরখালী, দারুস সালাম খাসদবির মাদরাসার মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা জয়নাল আবেদনী, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা রহমতুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ জৈন্তাপুরী, মাওলানা হুজাইফা আল হিলাল, মাওলানা সালাহ উদ্দিন, মাওলানা আব্দুল মুকিত প্রমুখ। বিজ্ঞপ্তি