দোয়ারা বাংলাবাজারে তাফসীর মাহফিল
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৪, ৬:০৫:৩১ অপরাহ্ন
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন অন্তরে সুদৃঢ় বিশ্বাস, কথা ও কাজে ঈমানের পরিচয় দিতে হবে। মুনাফেকি আচরণ থেকে দূরে থাকতে হবে। সূরা বাকারাহ’র আট নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা জানিয়ে দিয়েছেন যে, আর মানুষের মধ্যে কিছু এমন আছে, যারা বলে, ‘আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি’, অথচ তারা মুমিন নয়। এ আয়াত থেকে পরবর্তী তেরোটি আয়াত আল্লাহ তা’য়ালা মুনাফিকদের উদ্দেশ্যে নাযিল করেছেন। নিফাক ও মুনাফিকদের সম্পর্কে জানা আবশ্যক। তাফসীরে ইবনে কাসীরের বর্ণনায় পাওয়া যায় যে, নিফাক অর্থ: প্রকাশ্যে কল্যাণ ব্যক্ত করা আর গোপনে অকল্যাণ পোষণ করা। মুনাফেকী প্রধানত দু’প্রকার: বিশ্বাসগত মুনাফেকি ও আমলগত (কার্যগত) মুনাফেকি।
তিনি বুধবার রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারের অন্তর্গত উত্তর উস্তিঙ্গেরগাঁও (লম্বাপাড়া) জামে মসজিদ আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মসজিদ কমিটির সভাপতি আরজ আলীর সভাপতিত্বে ও ইমাম আবু হানীফের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন দোয়ারাবাজার কলাউড়া ফাজিল মাদরাসা উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন আলেমেদ্বীন মাওলানা অহিদুল ইসলাম, মাওলানা মোস্তফা কামাল, মাওলানা আবুল হোসাইন, মাওলানা করম আলী ও মাওলানা আবু হানীফা নোমানী প্রমুখ। বিজ্ঞপ্তি