মাধবপুরে পল্লী চিকিৎসককে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৪, ৭:৪২:০৭ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সুবাস চন্দ্র পাল (৫৫) নামে এক পল্লী চিকিৎসকে ফার্মেসীতে যাবার পথে গতিরোধ করে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে বেঙ্গাডোবা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত সুবাস চন্দ্র পাল ওই গ্রামের জয়চন্দ্র পালের ছেলে।
নিহতের মা বাসন্তী রানী পাল জানান, সুবাস চন্দ্রের সঙ্গে ওই গ্রামের কয়েকজন লোকের সাথে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ ও মামলা মোকদ্দমা চলছিল। এর জের ধরে তারা শুক্রবার সকালে সুবাস চন্দ্র পাল ফার্মেসীতে যাবার পথে তাকে আটকিয়ে বেধড়ক মারপিট করে। খবর পেয়ে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তাফা সোহেল জানান, শুক্রবার সকালে সুবাস চন্দ্র পালকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গিয়েছে। ধারনা করা হচ্ছে পূর্ব পরিকল্পিতভাবে তার উপর হামলা করে তাকে হত্যা করা হয়েছে।
মাধবপুর থানার এসআই সুজন শ্যাম জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্ত হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান, ঘটনার নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায় নি। তবে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।