সুনামগঞ্জে বসতভিটা নিয়ে সংঘর্ষ, আহত ২
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৪, ৮:০২:৩২ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ শহরে বসতভিটার ৭ শতক জায়গা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। শনিবার সকালে শহরে সুলতানপুর গ্রামে বসতবাড়ির সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন, পৌরসভার ৩ নং ওয়ার্ডের পশ্চিম সুলতানপুর গ্রামের আমরতি রবি দাস (৪০) ও মহেষ রবি দাস (৫০)
স্থানীয় ও মামলা সুত্রে জানা যায়, বসতভিটার ৭ শতক জায়গা নিয়ে পশ্চিম সুলতানপুর গ্রামের রমেশ রবি দাস ও সুবাষ রবি দাসের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধে রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে উভয়পক্ষের মধ্যে কয়েক দফা বৈঠক করেও মিমাংসা হয়নি। শনিবার সকালে বিবাদমান ওই জায়গায় মহেষ রবি দাস ও তার লোকজন ঘর উত্তোলন করতে থাকে। এসময় তার চাচাতো ভাই রমেশ, সুবাষ, জগদিশ, সুর্য রবি দাস ও তার লোকজন বাঁধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বসতভিটার মালিকপক্ষের দুজন গুরুতর আহত হন। পরে তাদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।