সুনামগঞ্জে ভারতীয় চিনিসহ ১০ চোরাকারবারি আটক
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৪, ৮:৩৬:৩০ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্ত এলাকায় রাতের আঁধারে চোরাই পথে ভারত থেকে আনা দুশত বস্তা ভারতীয় চিনি সহ ১০ চোরাকারবারিকে আটক করেছে মধ্যনগর পুলিশ। শনিবার ভোর রাতে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর চৌরাস্তায় থেকে এগুলো আটক করা হয়।
পুলিশ জানায়, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর দিক নির্দেশনায় এসআই মোঃ আলীম উদ্দিন, এসআই রফিজুল মিয়া, এএসআই মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা থেকে দুইশত বস্তা (দশ হাজার কেজি) আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনিসহ ১০ জন চোরাকারবারিকে গ্রেফতার করে।
আটককৃতরা হল, ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের আমানিপুর গ্রামের মৃত মোঃ চন্দু মিয়ার ছেলে মোঃ জমির হোসেন (২৪), সাউদপাড়া গ্রামের মোঃ আব্দুল আলীর ছেলে আনোয়ার হোসেন (২৪), মৃত মোঃ আব্দুল ছাত্তারের ছেলে মোঃ সাধীন মিয়া (২৩), কালগড় গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (২৪), মৃত রশিদ আলীর ছেলে রতন মিয়া (৩০), ২নং বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের দাতিয়া পাড়া গ্রামের মোঃ সাজু মিয়ার ছেলে জিয়াউর রহমান (২৪), মৃত ওমর আলীর ছেলে মোঃ রুবেল মিয়া (২৪), আমানিপুর গ্রামের মোঃ রাশিদ মিয়ার ছেলে আতাবুর রহমান (১৯), দক্ষিণ উড়া গ্রামের মনোরঞ্জন তালুকদারের ছেলে পরিতোষ তালুকদার (১৯) ও তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন কলাগাও গ্রামের মৃত আব্দুর গফুরের ছেলে হিরা মিয়া (২৮)। এসময় ৬টি পুরাতন চাকা বিশিষ্ট হ্যান্ড ট্রলিসহ দুশত বস্তা ভারতীয় চিনির মূল্য নয় লক্ষ টাকার বেশী।
ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন। তিনি আরও জানান, এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মধ্যনগর থানার মামলা দায়ের করে দুপুরে আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।