সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৪, ৮:৩৮:০৬ অপরাহ্ন
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের’ উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়। ৩টি ধাপে বিভিন্ন এলাকায় পৃথক সময়ে এসব শীতবস্ত্র বিতরণ করেন তারা।
মঙ্গলবার গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের ২ও ৩ নং ওয়ার্ডে ৩য় ধাপের শীতবস্ত্র উপহার প্রদান করা হয়। এর আগে বৃহস্পতিবার (৪ জানুয়ারী) গোলাপগঞ্জ উপজেলার ভাদ্বেশর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ২য় ধাপে এবং রোববার (৩১ ডিসেম্বর) সিলেট নগরীর ৩নং ওয়ার্ডে আল হিকমা নূরানী মকতব ও মা’হাদুল কোরআন হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় ১ম ধাপে শীতবস্ত্র উপহার বিতরণ করা হয়। পৃথক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে সংগঠনটির প্রতিষ্ঠাকালীন এডমিন মুক্তার হোসেন মান্না বলেন, ‘বাণীতে নয়, কর্মে করবো মানবতার জয়’ স্লোগান রেখে নৈতিক দায়িত্ব মনে করে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। শীতবস্ত্র বিতরণ শুধু অসহায় মানুষের প্রতি করুণা নয়, এটা দায়বদ্ধতা। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সবার উচিত গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।
উল্লেখ্য, প্রতি বছরে সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে। এটি তাদের সপ্তম তম বছর। বিজ্ঞপ্তি