খুলিয়াপাড়ায় জামায়াতের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৪, ৭:৫৩:০৩ অপরাহ্ন
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, সিলেটসহ সারাদেশে শীতের তীব্রতা বাড়ছে। প্রচন্ড শীতে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের দুর্ভোগ বেড়েছে। একদিকে নিত্যপণ্যের দাম বাড়ছে, অপরদিকে শ্রমজীবি মানুষের আয় রোজগার কমছে। এই কঠিন সময়ে দুমুঠো ভাত জোগাড় করা যেখানে কষ্টসাধ্য সেখানে শীত নিবারণ করা মরার উপর খড়ার ঘা-এর মতো। সামর্থ অনুযায়ী নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসলে শীতার্ত মানুষ একটু উষ্ণতা পাবে। শীতার্তদের পাশে দাঁড়ানো সামর্থবানদের নৈতিক দায়িত্ব।তিনি শনিবার রাতে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর কোতোয়ালী পশ্চিম থানার ১৩নং ওয়ার্ডের খুলিয়াপাড়া এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
১৩নং ওয়ার্ড সভাপতি আব্দুজ জাহেরের সভাপতিত্বে ও সেক্রেটারী ডা. মুবারক হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মু. আজিজুল ইসলাম ও এডভোকেট সিরাজুল ইসলাম প্রমূখ। বিজ্ঞপ্তি