জুড়ীতে লাইটেসের ধাক্কায় ছাত্রী নিহত
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৪, ৭:৫৬:২৩ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে একটি লাইটেস গাড়ীর ধাক্কায় ৭ম শ্রেণির ছাত্রী খাদেজা জান্নাত সুলতানা (১২) নিহত ও ৯ম শ্রেণির ছাত্রী কুলসুমা বেগম (১৪) আহত হয়েছেন। ঘটনাটি রোববার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামে ঘটেছে। নিহত খাদেজা বিরইনতলা গ্রামের আব্দুল জলিল (জয়নাল) এর মেয়ে এবং আহত কুলসুমা একই গ্রামের মফিজ আলীর মেয়ে। উভয় স্থানীয় রাঘনা-বটুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম ও অফিস সহকারী সবুজ মিয়া জানান, খাদেজা ও কুলসুমা বিদ্যালয়ে এসে শিক্ষকদের বলে বাড়ি চলে যায়। বাড়ির পাশে যাবার পর পিছন থেকে একটি লাইটেস গাড়ী তাদের সজোরে ধাক্কা দেয়। গাড়ীর চালক অন্য একজনকে গাড়ী চালানো শিখাচ্ছিল। গাড়ীর ধাক্কায় খাদেজা সড়কের পাশে পানিতে পড়ে যায় এবং কুলসুমাও সড়কের পাশে পড়ে যায়। আহতাবস্থায় দ্রুত তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খাদেজাকে মৃত ঘোষণা করেন।
ফুলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলীম সেলু জানান, নিহত খাদেজার লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং আহত কুলসুমাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় খাদেজার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।