জালালিয়া হাফিজিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৪, ৮:২২:৫৯ অপরাহ্ন
দক্ষিণ সুরমার জালালপুরে আল্লামা ফুলতলী (রঃ), আল্লামা হরমুজ উল্লাহ সায়দা (রঃ) ও আল্লামা মঞ্জলালী এবং এলাকার মুর্দেগানের ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দারুত-তাফসীর ওয়াল ক্বিরাত জালালপুর জালালিয়া হাফিজিয়া মাদ্রাসা’র উদ্যোগে ঈসালে সওয়াব মাহফিলে সকাল ১১টা থেকে মধ্য রাত পর্যন্ত বক্তারা বয়ান পেশ করেন।
মাহফিলে প্রধান অতিথির নসিহত পেশ করেন বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম এ) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) আল্লামা নজমুদ্দিন চৌধুরী ফুলতলী। বয়ান পেশ করেন শাহজালাল (রঃ) দরগাহ’র মোতাওয়াল্লী সরেকওম ফতেহ উল্লাহ আল আমান, জালালপুর জালালিয়া সিনিয়র ফাদ্বিল মাদ্রাসা’র অধ্যক্ষ মাওলানা জফর উদ্দিন মোঃ আব্দুল মুনইম, মাওলানা আব্দুল আহাদ জিহাদী, দারুত-তাফসীর ওয়াল ক্বিরাত জালালপুর জালালিয়া হাফিজিয়া মাদ্রাসা’র প্রধান শিক্ষক হাফিজ মোঃ নিজাম উদ্দিন চৌধুরী। ঈসালে সওয়াব মাহফিলে জালালপুরসহ বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা অংশ নেন। বিজ্ঞপ্তি