গোয়াইনঘাটে পরিবার পরিকল্পনা ডিডির ব্যস্ত সময় পার
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৪, ৮:২৭:৫০ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: পরিবার পরিকল্পনা ডিডি বিপ্লব বড়ুয়া গোয়াইনঘাট উপজেলা প. প. অফিস ও মাঠ পরিদর্শন করেছেন। রোববার দুপুরে তিনি গোয়াইনঘাট অফিসে আসেন। এ সময় তার সাথে ছিলেন সহকারী পরিচালক তপন কান্তি ষোষ।
ডিডি প. প. অফিসের গুদাম পরিদর্শন করে মওজুদের বাস্তবতা যাচাই করেন। এ সময় তিনি এক প্রশ্নের জবাবে পরিবার পরিকল্পনার নিজস্ব ভবন প্রক্রিয়াধীন রয়েছে রয়েছে জানিয়ে বলেন আগামী ৪/৫ বছরের মধ্যে আশা করি হবে। পরে তিনি মাঠ পর্যায়ে পূর্ব জাফলং ইউনিয়নের এফডাব্লিউসি কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন পঃ পঃ কর্মকর্তা বদরুল ইসলাম, এমও এম সিএইচ রাজীবদেবনাথ, পঃ পঃ সহকারী শিবেন চন্দ্রদাস।