নির্বাচন বাতিলের দাবীতে আইনজীবীদের কালো পতাকা মিছিল
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৪, ৮:৪৩:৪৫ অপরাহ্ন
৭ জানুয়ারির ডামি নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দাবীতে সিলেটের আদালত প্রাঙ্গণে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিট
রোববার বেলা ২টায় জেলা আইনজীবী সমিতির ২ নং বার হলের সামনে থেকে শুরু হওয়া মিছিল বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে ন্যায়কুঞ্জের সামনে সমাবেশ করেন আইনজীবীরা।আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতি এডভোকেট মো মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মো আব্দুর রকীব।
সমাবেশে বক্তারা বলেন, ৭ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় রচিত হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ এই সাজানো-পাতানো ডামি নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। মানুষ ভোট না দিলেও সরকার ইচ্ছেমতো সেটাকে ৪১ ভাগ বলে প্রচার করছে। বক্তারা বলেন, পৃথিবীর সকল গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে গ্রহণযোগ্যতা না দিলেও সরকার ক্ষমতার মোহে নির্লজ্জভাবে কোন কিছুর তোয়াক্কা করছে না।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট মো. কামাল হোসেন, এডভোকেট মো. আবু তাহের, এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট মো. মোস্তাক আহমদ, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট আব্দুল মুকিত অপি, এডভোকেট মামুন আহমদ রিপন, এডভোকেট মো. আব্দুল মুকিত, এডভোকেট মো. আলী হায়দার, এডভোকেট মো. লিয়াকত আলী, এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট মোবারক হোসেন রনি, এডভোকেট আব্দুর রাজ্জাক খান রাজ, এডভোকেট বদরুল আলম শিপন, এডভোকেট জাহিদুল হক জাবেদ, এডভোকেট আব্দুল হাই রাজন, এডভোকেট আলা উদ্দিন, এডভোকেট হানিফ আহমদ, ফোরামের সাংগঠনিক সম্পাদক এডভোকেট তানভীর আখতার খান প্রমুখ। বিজ্ঞপ্তি