ন্যায্যতার ভিত্তিতে সিলেটে মন্ত্রী সংখ্যা বৃদ্ধির দাবী সিলেট বিভাগ গণদাবী পরিষদের
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৪, ৮:৪৬:৫৯ অপরাহ্ন
সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক এম. শফিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রুহুল ইসলাম মিঠু এক যুক্ত বিবৃতিতে বলেন, সিলেট বিভাগবাসীর বিভিন্ন সংসদীয় আসনে দেশ স্বাধীনতা লাভের পর থেকে সব সময় ৪/৫ জন মন্ত্রী নিয়োজিত থাকতেন। কিন্তু এবার সিলেট বিভাগকে উল্লেখিত পরিমাণ মন্ত্রী উপহার দেয়া থেকে বঞ্চিত রাখা হয়েছে।
রোববার নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, বর্তমান সরকার এদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী, সংরক্ষণকারী, উন্নয়ন অগ্রযাত্রায় স্মার্ট বাংলাদেশ উন্নয়নের কারিগর বটে। সিলেটবাসী সম্প্রতি লক্ষ্য করেছে যে, সিলেট বিভাগবাসীকে ৩ জন মন্ত্রী দেয়া হয়েছে। সিলেট-১ সংসদীয় আসন এবং বিভাগের অন্যান্য নির্বাচনী আসনে ন্যায্যতার ভিত্তিতে আরো সৎ, যোগ্য, দক্ষ ব্যক্তিকে মন্ত্রী উপহার দিবেন বলে সিলেটবাসী সরকারের কাছে আশা প্রকাশ করেছেন। কিন্তু সিলেট-১ সংসদীয় আসনে মন্ত্রী না থাকায় জনমনে ক্ষোভ, উদ্বেগ রয়েছে। সেজন্য আগামীদিনের বর্ধিত কলেবরের সময় ভাল মানুষকে সিলেটে মন্ত্রী উপহার দিতে সরকারের কাছে সিলেটবাসীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি