সিলেটে রেললাইনের উপর দাঁড়ানো ট্রাক-ট্রেন সংঘর্ষ
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৪, ৮:৫১:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ঢাকাগামী কালনী এক্সপ্রেসের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে দুমড়ে-মুচড়ে গেছে ট্রাকটি। রোববার সকাল সাড়ে ৬টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারি জানান, সিলেট রেলওয়ে স্টেশন থেকে সকাল সোয়া ৬টায় কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। দক্ষিণ সুরমার শিববাড়িতে যাওয়া মাত্র রেললাইনের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। তবে ট্রাকে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রাকটি উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।