ওসমানী হাসপাতালের দুই নার্স রিমান্ডে
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৪, ৮:৫১:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ঘুষ গ্রহণকালে হাতেনাতে আটক নার্স মো. আমিনুল ইসলাম ও সুমন চন্দ্র দেবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে সিলেট মেট্রোপলিটন-১ আদালতের বিচারক মো. সুমন ভূঁঁইয়া তাদের মঞ্জুর করেন।
এরআগে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চান। রিমান্ড শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার এসআই ও তদন্ত কর্মকর্তা রাশেদ ফজল।
মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ঘুষ লেনদেনের সময় ৬ লাখ টাকাসহ সিনিয়র নার্স আমিনুল ও সুমনকে আটক করে সরকারের একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা। তাদের একজন জরুরী বিভাগে এবং অপরজন বহির্বিভাগে চাকরি করেন। এ ঘটনার পরদিন বুধবার সকালে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হানিফ। মামলায় প্রধান আসামি করা হয়- বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেককে। অপর দুই আসামি হলেন আটককৃত সিনিয়র নার্স আমিনুল ইসলাম ও সুমন। এদিকে হাতেনাতে আটক এই দু’জনকে সাময়িক বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।