সিলেটে চোরাই সিএনজিসহ যুবক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৪, ৮:৫২:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে চোরাই নম্বরবিহীন ৪টি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনার সাথে জড়িত এক যুবককে গ্রেফতার করা হয়। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার জালাল মিয়া (৩০) এসএমপির এয়ারপোর্ট থানাধীন লালবাগ এলাকার (বর্তমানে, কলবাখানী, সামছু ভিলা, চাষনীপীর রোড) মৃত মকরম মিয়ার ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়া এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার দে’র নির্দেশনায় আম্বরখানা পুলিশ ফাঁড়ীর একটি দল নগরীর কলবাখানী চাষনীপীর রোডের সমছু ভিলায় অভিযান চালিয়ে নম্বরবিহীন ২টি সিএনজি অটোরিকশা উদ্ধার করে। এ সময় ওই বাসার ভাড়াটিয়া জালাল মিয়াকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মজুমদারী এলাকার আজমল আলীর ওয়ার্কশপ থেকে আরো ২টি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা উদ্ধার করে।
এডিসি সাইফুল ইসলাম আরো বলেন, আটক জালাল মিয়াকে জিজ্ঞাসাবাদকালে সে সহ পলাতক অজ্ঞাতনামা ৪/৫ জন আসামি চোরাইকৃত সিএনজি অটোরিকশা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত বলে জানিয়েছে। এ ব্যাপারে বাদীর এজাহারের ভিত্তিতে এয়ারপোর্ট থানার মামলা দায়ের করা হয়েছে।