সুনামগঞ্জে সামাদ আজাদের জন্মবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৪, ৫:২৬:০৩ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: আবদুস সামাদ আজাদ যে রাজনীতি করেছেন সেটার মূল উদ্দেশ্য ছিল দেশ ও মানুষের কল্যাণ। জীবনভর মানুষের কল্যাণে কাজ করেছেন এই নির্লোভ রাজনীতিক। অজপাড়াগাঁ থেকে উঠে আসা এই মানুষটি ছিলেন গণমানুষের নেতা। মানুষের জন্য কাজ করেছেন বলেই মানুষ এখনো তাঁকে মনে রেখেছে। তিনি ছিলেন ক্ষণজন্মা পুরুষ। সাধারণ মানুষকে তিনি নাম ধরে চিনতেন।
সোমবার সকালে সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আয়োজনে স্বাধীন বাংলার সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সাবেক কমান্ডার নুরুল মোমেন এর সভাপতিত্বে ও জেলা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র নাদের বখত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ালীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জেলা আওয়ালীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, পিপি খায়রুল কবির রুমেন, জেলা আওয়ালীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান।