কানাইঘাট মমতাজগঞ্জে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৪, ৫:২৮:৪১ অপরাহ্ন
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, ইসলাম নিছক ধর্ম নয়, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কুরআন নিছক একটি ধর্মীয় গ্রন্থ নয়, এতে রয়েছে সকল সমস্যার সমাধান। মানবতার মুক্তির গ্যারান্টি। শান্তি, স্বস্তি ও নিরাপত্তা বিধানের সুস্পষ্ট বর্ণনা। তিলাওয়াত, অধ্যয়ন, অনুধাবন, অনুসরণ, প্রচার প্রসার ও এর প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করা মুসলমানদের অপরিহার্য দায়িত্ব।
তিনি রোববার রাতে সিলেটের কানাইঘাট উপজেলার মমতাজগঞ্জ লালটিলা দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মুহতামিম হাফিজ আব্দুল জব্বারের সভাপতিত্বে ও শিক্ষক হাফিজ লোকমান আহমদের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন মাওলানা জালাল আহমদ কাকুরী, মাওলানা হাফিজুর রহমান বাহুবলী, মাওলানা আসাদ উদ্দীন, মাওলানা ইলিয়াছুর রহমান ও মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ। মাহফিলে মাদ্রাসা ইন্তেজামিয়া কমিটির সদস্য, দাতা সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, হক পথে চলা ও হক কথা বলা সৌভাগ্যের ব্যাপার। মু’মীনের অনন্য বৈশিষ্ট্য। অনুকূল কিংবা প্রতিকূল, যেকোনো পরিস্থিতিতে নীতির উপর অটল থাকা প্রয়োজন। বিরুদ্ধবাদীদের মন্দ আচরণে ধৈর্যচ্যুত হলে চলবে না। সবর, হিকমত ও হিম্মত নিয়ে পথ চলতে হবে। মন্দের জবাব মন্দ দিয়ে নয়, উত্তম ও উন্নত আদর্শের নমুনা প্রদর্শন করে দিতে হবে। বিজ্ঞপ্তি