সিলেট বিভাগ গণদাবী ফোরামের জরুরী সভা
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৪, ৫:৩৩:৩৬ অপরাহ্ন
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মকর্তা কর্মচারীসহ প্রশাসনিক সকল পদে সিলেট বিভাগের অধিবাসীদের নিয়োগের দাবী জানানো হয়েছে। সোমবার নগরীর সুরমাস্থ কার্যালয়ে সকালে সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভায় এ দাবী জানানো হয়।
সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচ্য বিষয়ে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক শওকত আলী, কয়েছ আহমদ সাগর প্রমুখ।
সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের নিয়োগ পরীক্ষার স্থান গাজীপুর জেলায় নির্ধারণ করায় সভায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সিলেট বিভাগের বাইরে নিয়োগ পরীক্ষার স্থান নির্ধারণকারী সিলেট বিদ্বেষী মহলকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। সভায় অবিলম্বে সুনামগঞ্জ জেলায় নিয়োগ পরীক্ষার স্থান নির্ধারণ করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সিলেট বিভাগের মন্ত্রী, সংসদ সদস্য, সকল স্তর ও পর্যায়ের গণমাধ্যম কর্মী, পেশাজীবী, মানবাধিকার সংস্থা, জনপ্রতিনিধি, সামাজিক সংস্থা সহ সচেতন সিলেট বিভাগের অধিবাসীগণের সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করা হয়। বিজ্ঞপ্তি