ইসলামী সমাজকল্যাণ পরিষদের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৪, ৫:৩৪:৫৮ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব মোবারকপুর গ্রামে গরিব, দুস্থ ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে রোববার শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগর।
পরিষদের সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম শাহজাহানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট ইসলামিক সোসাইটির এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ জাহেদুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী মোঃ আনহার আহমদ, ইউপি সদস্য শাহিন মিয়া, মনোয়ারা বেগম, ইসলামী সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি বশির আহমদ, আব্দুল মালেক, অর্থ সম্পাদক জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া কাওছার, সদস্য ছালেহ আহমদ প্রমুখ।
কয়েক শতাধিক অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতের সীমাহীন কষ্টের সময় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সরকারের পাশাপাশি দেশের বিত্তবান মানুষদেরও এ সময় এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। বিজ্ঞপ্তি