মহানগর দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৪, ৬:৫১:১০ অপরাহ্ন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু বলেছেন, সমাজের শীতার্ত হতদরিদ্র জনগোষ্ঠী আমাদেরই আপনজন। সামর্থবানদের সম্পদে তাদের হক রয়েছে। অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো কোন করুণা নয় বরং সামর্থবানদের নৈতিক দায়িত্ব। বিবেকের আহ্বানে সাড়া দিয়ে সামর্থ অনুযায়ী শীতার্ত শ্রমজীবি মানুষের পাশে দাঁড়াতে হবে। এতে সামাজিক বন্ধন সুদৃঢ় হবে।
তিনি সোমবার রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগর আওতাধিন মহানগর দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নগরীর জিন্দাবাজারস্থ অফিসে অসহায় শীতার্ত শ্রমজীবি মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মহানগর দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক শিবলুর রহমান শিপুর পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেডারেশনের মহানগর প্রচার ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ হাওলাদার, ট্রেড ইউনিয়ন থানা-২ অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, কোতোয়ালি থানা স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়নের সভাপত ইব্রাহিম হোসেন বাদল, শ্রমিক নেতা আলী হোসেন, মনু মিয়া ও আসাদুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি





