লালাবাজারে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের শীতবস্ত্র (লেপ) বিতরন
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৪, ৬:৫৭:১৩ অপরাহ্ন
সিলেটের আর্তমানবতাবাদী সামাজিক সংগঠন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে লালাবাজার ইউনিয়নের শীতার্ত গরীব অসহায়দের মধ্যে শীতবস্ত্র (লেপ) বিতরন করা হয়েছে।সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে ৩য় দিনের মতো জয়তুন ওয়েলফেয়ার ট্রাষ্টের বাৎসরিক ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে দক্ষিণ সুরমা উপজেলাধীন লালাবাজার ইউনিয়নের জামেয়া ইসলামিয়া খাজাকালু মাদ্রাসা প্রাঙ্গণে ট্রাষ্টের প্রধান পৃষ্টপোষক আব্দুল মজিদ লাল মিয়া ও চেয়ারপার্সন রাবেয়া তাহেরা মজিদ এর অর্থায়নে পরিচালিত ট্রাস্টের পক্ষ থেকে গরীব অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মুহিদ হোসেন, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এনামুল কবির,জামেয়া ইসলামিয়া খাজাকালু মাদ্রাসার মুহতামিম মাওলানা মর্তুজা আহমদ, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মো:আতাউর রহমান, রোটারি ক্লাব অব সিলেট সিটির প্রেসিডেন্ট রোটাঃ এস এ শফি, ৭এপিবিএনের সহকারী উপ পরিদর্শক ওবায়দুল্লাহ, লালাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ সেবুল আহমদ, দক্ষিন সুরমা প্রেসক্লাব কোষাধ্যক্ষ শরিফ আহমদ, শিক্ষার্থী রিদওয়ানুল হক রিয়াদ ।
উল্লেখ্য, জয়তুন ওয়েলফেয়ার ট্রাষ্টের প্রধান পৃষ্টপোষক আব্দুল মজিদ লাল মিয়া ও চেয়ারপার্সন রোটাঃ রাবেয়া তাহেরা মজিদ এর অর্থায়নে সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় নানাবিধ জনহিতকর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ট্রাষ্টের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে চলিত শীত মৌসুমে শীত বস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। ইতিমধ্যে সিলেট নগরীসহ ফেঞ্চুগঞ্জ, দক্ষিন সুরমার দাউদপুর,মোগলাবাজার, জালালপুর ইউনিয়নে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বিজ্ঞপ্তি