দক্ষিণ সুরমা উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৪, ৭:১৯:৪৯ অপরাহ্ন
দক্ষিণ সুরমা উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ষান্মাসিক সভা মঙ্গলবার (১৬ জানুয়ারী) উপজেলার জালালপুর জনকল্যাণ সমিতির অফিসে অনুষ্টিত হয়েছে। ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন। ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় এবং ক্রিস্টিয়ান এইড এর কারিগরি সহযোগিতায় ইএলএমসি প্রজেক্টের এই সভা অনুষ্টিত হয়।
কমিটির সহ সাধারণ সম্পাদক এস এম ফাহিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক খালেদ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান এবং ওয়েভ ফাউন্ডেশনের এসিসট্যান্ট ডিভিশনাল ফ্যাসিলিটেটর মোতাব্বির হোসেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও সরকারের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের অধীনে উপজেলা এনএনসি সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে তাদেরকে আত্বনির্ভরশীল করে তোলা এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের সাথে সম্পৃক্ত করতে এএনসি অগ্রণী ভূমিকা পালন করছে। সভায় আরো বক্তব্য দেন উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্য মোঃ শাহাব উদ্দিন শিহাব, শাকিল মাহমুদ মঈন, রুমা আক্তার, রাহিমা বেগম এবং ওমি বেগম প্রমুখ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন অলি আহমদ। সভায় আগামী ৬ মাসের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি