সাবেক জামায়াত নেতার বাড়িতে পুলিশের তল্লাশী
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৪, ৫:৩৫:৫৭ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমায় সাবেক জামায়াত নেতা মোঃ মিফতা উদ্দীনের বাড়িতে পুলিশ তল্লাশী চালিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের খাজাখালু গ্রামে অভিযান চালায় পুলিশ। মিফতা উদ্দীন খাজাখালু গ্রামের মৃত মনির উদ্দিনর ছেলে। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীসহ সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক জামায়াত নেতা মো. মিফতা উদ্দীন দীর্ঘদিন থেকে দেশের বাইরে রয়েছেন। দেশে থাকতে তিনি জামায়াতের রাজনীতির সাথে জড়িত ছিলেন। প্রবাসে গিয়েও জামায়াতের পক্ষে ও সরকারের বিরুদ্ধে ফেইসবুকে সরব রয়েছেন। সরকারবিরোধী প্রচারণার অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটার নিরাপত্তা আইনে একটি মামলাও রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মো. মিফতা উদ্দীনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিসহ সরকারবিরোধী প্রচারণার অভিযোগে মামলা রয়েছে। মামলার তদন্তের সার্থেই পুলিশ বাসায় গিয়েছিল। আমরা খবর পেয়েছি তিনি দেশের বাইরে রয়েছেন। আমরা এই তথ্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।
মো: মিফতা উদ্দীনের বড় ভাই মুক্তার আহমদ জানান, আমার ভাই দীর্ঘদিন থেকে প্রবাসে রয়েছে। সে দেশে থাকতে জামায়াতের রাজনীতি করতো। প্রবাসে যাওয়ার পরও নাকি সরকারের বিরুদ্ধে লেখালেখি করেছে। এজন্য মামলাও হয়েছে। তাই কয়েক দিন পর পর পুলিশ এসে আমাদেরকে হয়রানি করছে। তল্লাশীর নামে পুলিশের এসব হয়রানীতে আমরা অতিষ্ঠ।