প্রধানমন্ত্রী আমাকে প্রবাসী মন্ত্রণালয় দিয়ে বৈদেশিক মুদ্রা আনার দায়িত্ব দিয়েছেন : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৪, ৮:০৩:৫১ অপরাহ্ন
মোঃ মুহিব হাসান, ওসানীনগর থেকে: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এম.পি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বৈদেশিক মন্ত্রণালয়ে নিযুক্ত করে বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা আনার দায়িত্ব দিয়েছেন। আমার অনুরোধ, আপনারা প্রবাসীরা অন্য কোন মাধ্যমে টাকা না পাঠিয়ে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন। আপনাদের পাঠানো রেমিটেন্স অগ্রাধিকার ভিত্তিতে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন করা হবে। তিনি আরো বলেন, আমি আপনাদের দ্বারে দ্বারে গিয়ে বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে, উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার কথা বলেছিলাম। আপনারা আমাকে উন্নয়নের পক্ষে ভোট দিয়ে বিজয়ী করেছেন তাই আজ আমি মন্ত্রী হতে পেরেছি। আমি আপনাদের উন্নয়নের কাজ শুরু করেছি। ইউনিয়ন ভিতিক তালিকা তৈরি করে উন্নয়ন কাজ করা হবে।
তিনি গতকাল ১৬ জানুয়ারী মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় ওসমানীনগর উপজেলার তাজপুরস্থ মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে যুক্তরাজ্যে বসবাসরত ওসমানীনগরের প্রবাসীদের উদ্যোগে তাঁকে দেওয়া এক সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
যুক্তরাজ্যের লন্ডন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আনহার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট সিটি কর্পোরেশন এর মেয়র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোরুজ্জামান চৌধুরী। বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্বাছ উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: শাকের আহমদ শাহিন, জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক রবিন পাল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহ সভাপতি আব্দাল মিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, জেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি আফছর আজিজ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, ইউপি চেয়ারম্যান পীর মজনু মিয়া, সাহেদ আহমদ মুছা, আখলাকুর রহমান, ওয়ালি উল্লাহ বদরুল, মতছিন আলী,সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি জুবেল আহমদ সেকেল, প্রবাসি কমিউনিটি নেতা সাদ মিয়া, মজনু মিয়া, সুরমান হোসেন, শাহজাহান আলী,আলী হোসেন, ব্যারিস্টার আবুল কালাম, মখলিছ মিয়া প্রমূখ।