কুলাউড়ার নাইমুজ্জামান চৌধুরী আর নেই
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৪, ৮:৪৯:৪৪ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অবসরপ্রাপ্ত কর্মকর্তা এটিএম নাইমুজ্জামান চৌধুরী ওরফে জামান সাহেব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা যায়, উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত কর্মকর্তা নাইমুজ্জামান দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে গত দুইদিন ধরে সিলেট উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৬ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।