মাধবপুরে পত্রিকা হকারের সিএনজি ও টাকা ছিনতাই ৪ দিনেও উদ্ধার হয়নি
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৪, ৮:৫১:০৪ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে পত্রিকা এজেন্ট সুখলাল সরকারের ছেলে পত্রিকা হকার নারায়ন দেবনাথের পত্রিকাবাহী সিএনজি ও টাকা ছিনতাইয়ের ঘটনার ৪ দিন হলেও পুলিশ এখনও সিএনজিটি উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দিলেও পুলিশ কোন অপরাধীকে গ্রেপ্তার করতে পারেনি। নারায়ন দেবনাথ জানান, গত ১২ জানুয়ারি শুক্রবার রাতে মাধবপুর বাজার থেকে শাহজিবাজার যাওয়ার পথে যাত্রীবেশি ৫ ছিনতাইকারী ঢাকা সিলেট মহাসড়কের রতনপুর এলাকায় তাকে গলাচেপে ধরে তার সিএজি, ২১ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। এ সময় ছিনতাইকারীরা তার হাত,পা ও মুখ বেধে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। মাধবপুর থানার এসআই মনিরুজ্জামান জানান, আসামীদের গ্রেপ্তার ও সিএনজি উদ্ধার করতে পুলিশ তৎপর রয়েছে।