ভারতীয় মদ ও ইয়াবা উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৪, ৮:৫২:০১ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২১০পিস ইয়াবা ও ৩৩ বোতল ভারতীয় মদ সহ সজল দাশ (৩৮) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে। সজল দাশ উপজেলার গোয়ালনগর গ্রামের মোহন দাশের ছেলে। ডিবির এসআই সত্যজিৎ চক্রবর্তী জানান, গোপন সূত্রে খবর পেয়ে গত সোমবার রাত ১০ টায় সজল দাশের বাড়িতে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা ও মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মঙ্গলবার দুপুরে একটি মামলা হয়েছে।