বিআরটিএ’র প্রতিবেদন : ২০২৩ সালে সড়কে ঝরেছে ৫০২৪ প্রাণ
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৪, ৯:০১:০৭ অপরাহ্ন
# প্রতিদিন গড়ে ১৪ মৃত্যু
জালালাবাদ রিপোর্ট : ২০২৩ সালে পাঁচ হাজার ৪৯৫টি সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার ২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। সেই সঙ্গে শুধু ডিসেম্বর মাসে ৪৮৩টি সড়ক দুর্ঘটনায় ৪৩৩ জন নিহত হয়েছে বলেও জানানো হয়েছে।মঙ্গলবার রাজধানী বনানীর বিআরটিএ ভবেনে সড়ক দুর্ঘটনার তথ্য প্রকাশ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
২০২৩ সালের সড়ক দুর্ঘটনার তথ্যে দেখা গেছে, ওই বছরের সর্বোচ্চ মৃত্যু হয়েছে জুলাই মাসে। ওই মাসে সারা দেশে ৫৬৬টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫৩৩ জন। এর আগের মাসেও পাঁচ শতাধিক মানুষের প্রাণ গেছে সড়কে। জুন মাসে সারা দেশে ৫০৪ জনের মৃত্যু হয়েছে সড়কে। এই মাসে সড়কে দুর্ঘটনা হয়েছে ৫৬২টি।এ ছাড়া জানুয়ারিতে ৩২২টি সড়ক দুর্ঘটনায় ৩৩৩ জন, ফেব্রুয়ারিতে ৩০৮টি দুর্ঘটনায় ৩০৩ জন, মার্চে ৩৮৭টি দুর্ঘটনায় ৪১৫ জন, এপ্রিলে ৪৭৬টি দুর্ঘটনায় ৪৫৯ জন এবং মে মাসে ৪৮৩টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত হয়েছেন।আগস্টে সারা দেশে সড়কে মত্যু হয় ৩৭৬ জনের। সেপ্টেম্বরে ৪১০ জন, অক্টোবরে ৩৯৪ জন, নভেম্বরে ৪৭০ জন এবং ডিসেম্বরে ৪৩৩ জন প্রাণ হারিয়েছে সড়কে।
এ নিয়ে গেল বছরে মোট পাঁচ হাজার ৪৯৫টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ হাজার ২৪ জন এবং আহত হয়েছেন ৭ হাজার ৪৯৫ জন। সেই হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ১৪ জনের মৃত্যু হয়েছে।তবে বিআরটিএ ছাড়াও বাংলাদেশ পুলিশের রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালে ৫০৯৩ সড়ক দুর্ঘটনায় ৪৪৭৫ জন নিহত, রোড সেফটি ফাউন্ডেশনের রিপোর্ট অনুযায়ী ৬৯১১ সড়ক দুর্ঘটনায় ৬৫২৪ জন এবং বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির রিপোর্ট অনুযায়ী ৬২৬১ সড়ক দুর্ঘটনায় ৭৯০২ জন নিহত হয়েছেন।
সরকারের মন্ত্রণালয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি বাজেট পেয়ে থাকে যোগাযোগ মন্ত্রণালয়। সবচেয়ে বেশি অর্থ খরচ করেও কেন সড়ক নিরাপদ করতে পারছেন না? আপনাদের ব্যর্থতা কোথায়? এমন প্রশ্নের জবাবে বিআরটিএ চেয়ারম্যান বলেন, অতীতে বহু সামাজিক আন্দোলন হয়েছে। সড়ক দুর্ঘটনাকে একটি সামাজিক আন্দোলন হিসেবে নিতে হবে। ‘বিচার মানেই তালগাছ আমার’–এ রকম বললে হবে না। সব অংশীজনকে; যেমন মালিককে ফিট গাড়ি রাস্তায় নামাতে হবে। পরিবহন শ্রমিকদের আইন মানতে হবে। একইভাবে বিআরটিএ থেকে শুরু করে কোনো সংস্থাকে ছাড় দেওয়া হবে না। সরকারের সব বিধিনিষেধ কার্যকর করতে হবে এবং মানতে হবে।
আইন কার্যকর করা প্রসঙ্গে নুর মোহাম্মদ বলেন, ‘যেকোনো একটা আইন, বিধি, অনুশাসন যদি বেশিরভাগ মানুষ মানেন, বাকি অল্পকিছু মানুষকে মানানো সহজ হয়ে যায়। …আমাদের মানসিকতার জায়গাটায় কাজ করতে হবে। সীমিত জনবল দিয়ে আইন প্রয়োগ করে সুফল ঘরে আনা কঠিন।’
এদিকে, ডিসেম্বর মাসের সড়ক দুর্ঘটনার বিবরণ তুলে ধরে বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার জানান, ঢাকাতে ডিসেম্বর মাসে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৮৬টি। এ সব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮৮ জন। এ ছাড়া চট্টগ্রামে ৯৪টি দুর্ঘটনায় ৭৯ জন, রাজশাহীতে ৭৪টি দুর্ঘটনায় ৬৩ জন, খুলনায় ৭৩টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত হয়েছেন। ওই মাসে বরিশালে সড়ক দুর্ঘটনায় ২৮ জন, সিলেটে ২৪ জন, রংপুরে ৫৪ জন এবং ময়মনসিংহে ৪৮ জন প্রাণ হারিয়েছেন।