১২নং ওয়ার্ড পূজা উদযাপন পরিষদের সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৪, ৫:৩০:২৭ অপরাহ্ন
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোতোয়ালি থানার ১২ নং ওয়ার্ড কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় নগরীর শেখঘাটস্থ বিদিত লাল দাস সংগীত নিকেতনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
১২নং ওয়ার্ড পূজা উদযাপন পরিষদের আহবায়ক বিশ্বদীপ লাল দাসের সভাপতিত্বে এবং কোতোয়ালি থানা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর নেতা রকি দেব এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দাস। অনুষ্ঠানের উদ্বোধন করেন ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোতোয়ালি থানা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি এড. অরবিন্দু দাসগুপ্ত বিভু। প্রধান বক্তার বক্তব্য রাখেন কোতোয়ালি থানা পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক উত্তম ঘোষ, ঐক্য পরিষদ নেতা শ্যামল চৌধুরী।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ১২ নং ওয়ার্ড পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সৌমেন্দ্র দাশ সুজন।
অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্যবৃন্দের সম্মতিক্রমে ১২নং ওয়ার্ড পূজা উদযাপন পরিষদের সভাপতি হিসেবে বিশ্বদীপ লাল দাস ও সাধারণ সম্পাদক হিসেবে সৌমেন্দ্র দাশ সুজনকে মনোনীত করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি