মোগলাবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৪, ৫:৩৫:৩৯ অপরাহ্ন
ছাত্রদল কেন্দ্রীয় সাংসদের সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বাদ আসর মোগলাবাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশ মাধ্যমে শেষ হয়।
নেতৃবৃন্দ অবিলম্বে জেলা স্বেচ্ছাসেবক দলের আব্দুল আহাদ খান জামালসহ গ্রেফতারকৃত সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।মিছিল পরবর্তী সমাবেশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালিক মল্লিকের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ নুরুল আমিননের পরিচালনায় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মইনুল ইসলাম মঞ্জু, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহার, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুতি, মোগলাবাজার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশাহ মেম্বার, ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক সুমন আহমদ আনসার, ইউনিয়ন যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক সালাম আহমদ, স্বেচ্ছাসেবক দলনেতা হোসেন মোহাম্মদ রাফি, এলাইস মিয়া, শামীম আহমদ, আলী হোসেন, রুবেল আহমদ, নাসির আহমদ বাদশা, জুয়েল মিয়া, রেজাউল আহমদ, তাজুল আহমদ, রুবেল মিয়া-২, নাবিল আহমদ, শাহনুর আহমদ, আরিফ আহমদ, লাকি মিয়া, শাহিন আহমদ, বাসন আহমদ শারজাদ, সেবুল আহমদ, সুমন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি