জগন্নাথপুরে অজ্ঞাত নারীর পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৪, ৬:৪৫:৫৬ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে জমি থেকে অনুমান ৪০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৭ জানুয়ারি বুধবার সকালে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই আলিয়া মাদ্রাসার পাশে জমিতে অজ্ঞাত পুড়ে যাওয়া নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা ভিড় জমান। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) সার্কেল শুভাশীষ ধর, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, ওসি তদন্ত সুশংকর পাল, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, পৌর কাউন্সিলর সুহেল আহমদ, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো.আমিনুল ইসলাম বলেন, উদ্ধারকৃত পুড়ে যাওয়া মৃতদেহটি অনুমান ৪০ বছর বয়সী একজন নারীর। এখন পর্যন্ত তার কোন পরিচয় মিলেনি। এ ঘটনায় সিআইডিও কাজ করছে।